‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
শনিবার

২৯ জুন ২০২৪

৫:৩৩:৫০ PM
1468538

তোমাদেরকে অনুশোচনা করতে হবে : জায়নবাদীদের উদ্দেশ্যে হিজবুল্লাহ

লেবাননের ইসলামী প্রতিরোধ অধিকৃত ফিলিস্তিনে অবস্থিত কৌশলগত কেন্দ্র ও অঞ্চলগুলো দেখিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে এবং দখলদারদের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, ব্যাপক সংঘাত সৃষ্টি করলে, তাদের অনুশোচনা করতে হবে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): লেবাননের ইসলামী প্রতিরোধ রোববার সকালে ‘যাদের জন্য এটা গুরুত্বপূর্ণ’-শিরোনামে একটি ভিডিও প্রকাশ করে এবং দখলদার জায়নবাদী সরকারের হুমকির উত্তরে হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর কণ্ঠে বলা হয়, আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হলে, শত্রুদের অনুশোচনা করতে হবে।

হিজবুল্লাহ ভিডিওটিতে কৌশলগত স্থান এবং বিভিন্ন অঞ্চলের অবস্থান দেখিয়েছে; এই গোপন বার্তার সাথে যে, বড় ধরনের সংঘাত ঘটলে এই অঞ্চলগুলো তাদের লক্ষবস্তুতে পরিণত হবে।

ভিডিওটিতে তেলআবিবে অবস্থিত ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন, হাইফার তেল শোধনাগার এবং এর গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরিয়ান বিমানবন্দর, আশদোদ বন্দর, হাইফা বন্দর, ইহুদ অঞ্চলে স্যাটেলাইটের জন্য বিশেষ সামরিক ঘাঁটি এবং নেগেভ মরুভূমি ও আল-জালিল অঞ্চলের সামরিক ঘাঁটির অবস্থান দেখানো হয়েছে।

ভিডিওটির শুরুতে, সৈয়দ হাসান নাসরুল্লাহর সাম্প্রতিক ভাষণের একটি অংশ তুলে ধরা হয় যে, “একটি সর্বাত্মক যুদ্ধ হলে, তাদের মাথায় কোন ছাদ থাকবে না, এই যুদ্ধের কোন নির্দিষ্ট সীমা থাকবে না এবং থাকবে না কোন ধরা বাধা নিয়ম, আর সবকিছুই থাকবে হিজবুল্লাহর আগুনের নিচে।”#176A