সংবর্ধনা অনুষ্ঠানে ইরানিরা ইসরায়েলের মৃত্যু, আমেরিকার মৃত্যু কামনা করে স্লোগান দেয় এবং বিভিন্ন প্রতিরোধ ফ্রন্টের পতাকা উঁচিয়ে গাজার শহীদ পরিবারদের স্বাগত জানায়।
পার্সটুডে জানিয়েছে, তেহরানে ফিলিস্তিনের সবচেয়ে বড় পতাকা আনা হয়েছিল।
342/‘আহলে বাইত বার্তা সংস্থা’
৪ জুলাই ২০২৪
পার্স টুডে- গাজার শহীদ এবং বেঁচে যাওয়া পরিবারের জন্য তেহরানে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানটির নাম দেয়া হয় 'ঝড়ের সঙ্গী'। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক ইরানিদের উপস্থিতি ছিল।