‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
বৃহস্পতিবার

১৮ জুলাই ২০২৪

৩:৪৮:২৩ PM
1472861

ভিডিও | মোহাম্মাদ আল লেইসি'র সুললিত কণ্ঠে "রাব্বানা" আয়াত তিলাওয়াত

ইকনা: কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মোহাম্মাদ মোহাম্মাদ আল লেইসি"র সুললিত কণ্ঠে "রাব্বানা" আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:

  কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা "জান্নাতী সুর"এর সংকলনটি তৈরি এবং প্রকাশ করেছে যার মধ্যে ইসলামী বিশ্বের নামকরা ক্বারীদের স্মরণীয় তেলাওয়াত রয়েছে। এই পর্বে মিশরের প্রসিদ্ধ ক্বারি "মোহাম্মাদ মোহাম্মাদ আল লেইসি"র সুললিত কণ্ঠে "রাব্বানা" আয়াতের মনোমুগ্ধকার তিলাওয়া তুলে ধরা হল:

رَبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ 

হে আমাদের প্রতিপালক! নিশ্চয়ই আমরা একজন আহ্বায়ককে (রাসূলকে) বিশ্বাসের দিকে আহ্বান করতে শুনেছি যে, তোমাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন কর; সুতরাং আমরা বিশ্বাস করেছি। হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য আমাদের গুনাহগুলো ক্ষমা কর এবং আমাদের দোষ-ক্রটিগুলো আমাদের হতে দূর কর। আর আমাদের পুণ্যবানদের সাথে উঠিয়ে নাও (মৃত্যুদান কর)। 

সূরা আলে ইমরান, আয়াত:১৯৩


342/