‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

৪ আগস্ট ২০২৪

৩:১৪:৫৮ PM
1476572

ইসরাইলি হামলায় শরণার্থী শিবিরের তাঁবুৃ পুড়ে ছাই, অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ ফ্লাইট স্থগিত

ইউরোপে মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ মিছিল এবং তেল আবিবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ফিলিস্তিন ও পশ্চিম এশিয়া সম্পর্কিত সর্বশেষ কিছু খবর আজকের নিবন্ধে তুলে ধরছি।

ইসরাইলের নতুন অপরাধযজ্ঞ,ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবুতে আগুন

আল-মায়াদিন নেটওয়ার্কের মতে, শনিবার রাতে, ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার কেন্দ্রে অবস্থিত আল-আকসা শহীদ হাসপাতালের চারপাশে ফিলিস্তিনি শরণার্থীদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায়। এতে তাঁবু পুড়ে যায় এবং ২৩ ফিলিস্তিনি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

অধিকৃত অঞ্চলে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

ইহুদিবাদী গণমাধ্যম ঘোষণা করেছে যে ইসরাইলি এয়ারলাইন্স অধিকৃত ইলাত এবং বেন গুরিয়ন বিমানবন্দরের মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে। অধিকৃত জমিতে ভয়াবহ নিরাপত্তা পরিস্থিতি এবং এ এলাকায় প্রতিরোধ ফ্রন্টের পাল্টা াআজকের নিবন্ধে তু:লরপিঠপ্রতিশোধমূলক হামলার আাশঙ্কায় ভয়-ভীতি ছড়িয়ে পড়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তেল আবিবের কাছে প্রতিরোধ ফ্রন্টের অভিযানে দুই ইহুদিবাদী নিহত হয়েছে

ইহুদিবাদী শাসক গোষ্ঠীর চ্যানেল ১৩ ঘোষণা করেছে যে তেল আবিবের কাছে হোলোনে ইহুদিবাদী বিরোধী অভিযানে দুই ইহুদিবাদী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের অবস্থা অত্যন্ত গুরুতর বলে ইহুদিবাদী সূত্র জানিয়েছে। দক্ষিণ গাজার সংঘর্ষে ইসরাইলের একজন সৈন্যও আহত হয়েছে এবং তার অবস্থাও আশঙ্কাজনক বলে ঘোষণা করা হয়েছে।

দক্ষিণ লেবাননে ইহুদিবাদী হামলা

আল-মায়াদিন নেটওয়ার্কের মতে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর বিমান বাহিনী শনিবার রাতে লেবাননের দক্ষিণে মাহমুদিয়ার আশেপাশের এলাকা লক্ষ্য করে বোমা বর্ষণ করে। ইহুদিবাদী সেনারা লেবাননের দক্ষিণে অবস্থিত কাফারকালা শহরেও বোমা হামলা চালায়।

অধিকৃত অঞ্চলের উত্তরে লেবাননে হিজবুল্লাহর রকেট হামলা

আহেদ নিউজ সাইট অনুসারে, লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এক বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনের উত্তরে দখলকৃত বসতিগুলো লক্ষ্য করে মিসাইল হামলা চাালিয়েছে এবং ঘোষণা করেছে যে তারা প্রথমবারের মতো দখলকৃত বসতি 'বিত হিলেল' এ  কয়েক ডজন ক্ষেপণাস্ত্র  দিয়ে হামলা চালিয়েছে।

তেল আবিবে ব্যাপক বিক্ষোভ

ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে যে শনিবার রাতে হাজার হাজার ইহুদিবাদী বসতি স্থাপনকারী তেল আবিবের রাস্তায় নেমে এসে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তি এবং আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি চুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিতে স্লোগান দেয়। এ সময় ইহুদিবাদী বিক্ষোভকারীদের সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পুলিশ বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়।

ইউরোপের শহরগুলোতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ

ওয়াফা বার্তা সংস্থা জানায়, শনিবার রাতে ইউরোপের হাজার হাজার মানুষ ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং গাজায় ইহুদিবাদী শাসকের গণহত্যার প্রতিবাদে ইংল্যান্ড, ডেনমার্ক, হল্যান্ড, সুইডেন, জার্মানি ও ফ্রান্সের দেশগুলোতে বিক্ষোভ করেছে। এই বিক্ষোভে মিছিলকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সাহায্য পাঠানোর দাবি জানান।