‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Jugantor
বৃহস্পতিবার

২৬ সেপ্টেম্বর ২০২৪

৪:০৫:০৪ AM
1488548

ভারতে মহানবিকে কটূক্তি প্রতিবাদে শাবিতে সমাবেশ

বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, হযরত মোহাম্মদ (সা.)কে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়।

আবনা ডেস্ক: বিশ্বনবি হযরত মুহাম্মদ (সা.)কে ভারতীয় পুরোহিত কর্তৃক কট‚ক্তি ও বিজেপি নেতার তা সমর্থনের প্রতিবাদে সমাবেশ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ সমাবেশ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা বলেন, হযরত মোহাম্মদ (সা.)কে অপমান করার মধ্য দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়।

পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কট‚ক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান শিক্ষার্থীরা।