গাজা উপত্যকার শোহাদা আল-আকসা হাসপাতালের মুখপাত্র খলিল দাখরান এই হাসপাতালে শিশুদের মাথাবিহীন মৃতদেহ স্থানান্তরের কথা জানিয়েছেন। পার্সটুডে-এর মতে, শোহাদা আল-আকসা হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, এই মাথাবিহীন শিশুরা হাসপাতালের পাশেই ফিলিস্তিনি শরণার্থীদের আশ্রয়স্থলে পরিণত হওয়া মসজিদে ইসরাইলী নৃশংস হামলার শিকার হয়েছে।
আল-মায়াদিনের প্রতিবেদক জানিয়েছেন, দখলদার ইসরাইলি সেনারা গাজা উপত্যকার উত্তরে অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবিরে ফিলিস্তিনিদের বাড়িঘরে বোমা হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এই বর্বরোচিত হামলায় শহীদদের মধ্যে পঙ্গু ফিলিস্তিনিও রয়েছে।
গত বছরের ৭ অক্টোবর থেকে, পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থন নিয়ে, ইসরাইল গাজা উপত্যকায় নিরস্ত্র ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা চালিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইসরাইলি হামলায় ৪১ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ এবং ৯৬ হাজারেরও বেশি আহত হয়েছে।#
342/