‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : IQNA
শুক্রবার

২২ নভেম্বর ২০২৪

৬:৩৩:১৩ PM
1506997

লেবাননের হিজবুল্লাহ মহাসচিব: ইসরাইল তার শর্ত আমাদের ওপর চাপিয়ে দিতে পারে না

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব গুরুত্বারোপ করে বলেছেন, ইহুদিবাদী শাসক আমাদের পরাজিত করতে এবং নিজেদের শর্ত আরোপ করতে পারবে না।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের কেন্দ্রস্থলে হামলা চালানোর হুমকি দিয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি ভয়াবহ বিমান হামলার জবাবে ওই আক্রমণ চালানোর হুমকি দিয়ে হিজবুল্লাহ বলেছে, সংগঠনটি দীর্ঘমেয়াদি যুদ্ধ করার প্রস্তুতি নিয়েছে।

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বুধবার বিকেলে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বৈরুতে ইসরাইলের সাম্প্রতিক তিনটি হামলার কথা উল্লেখ করেন যার একটিতে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ শাহাদাতবরণ করেন।

শেখ কাসেম বলেন, ইহুদিবাদী সেনারা এমন সময় আফিফকে হত্যা করেছে যখন তিনি ছিলেন একজন বেসামরিক গণমাধ্যম ব্যক্তিত্ব এবং তার রাজনৈতিক দপ্তর এ ধরনের হামলা থেকে মুক্ত থাকবে বলেই যুদ্ধের আইনে বলা আছে।

হিজবুল্লাহ মহাসচিব বলেন, ইসরাইল আমাদের রাজধানী বৈরুতের কেন্দ্রস্থলে হামলা চালিয়ে বহু মানুষকে হতাহত করেছে। কাজেই তারা যেন তেল আবিবের কেন্দ্রস্থলে আমাদের আক্রমণের জন্য প্রস্তুতি নেয়। আমরা আমাদের রাজধানীতে হামলার প্রতিশোধ না নিয়ে থাকতে পারি না।

যেকোনো সংকট মোকাবিলা করার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে- জানিয়ে শেখ নাঈম কাসেম বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের পর আমরা তার ক্ষতি পুষিয়ে নিতে মাত্র ১০ দিন সময় নিয়েছি। তিনি বলেন, সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতের ক্ষত শুকিয়ে আমরা দীর্ঘমেয়াদি লড়াই করার প্রস্তুতি নিয়েছি এবং ইসরাইলি আগ্রাসন থেকে লেবাননকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর।

হিজবুল্লাহর নয়া মহাসচিব বলেন, ইহুদিবাদী ইসরাইল আমাদেরকে বশ্যতা ও অপমানের মধ্যে যেকোনো একটি বেছে নেয়ার সুযোগ দিয়েছে। কিন্তু এর কোনোটিই আমরা মেনে নেব না। ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লড়াইয়ের ফয়সালা যুদ্ধের ময়দানে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

হিজবুল্লাহর মহাসচিব জোর দিয়ে বলেছেন: আমাদের আলোচনায় আগুন নেই কারণ ইসরাইলও আগুনের নিচে রয়েছে। এটা স্পষ্ট হওয়া উচিত যে আমাদের আলোচনার শিরোনামে আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করা এবং লেবাননের সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে। আমরা দুটি পথে কাজ করছি: ময়দান এবং আলোচনা, এবং আলোচনা দীর্ঘায়ীত বা মুলতুবি হলে আমাদের ময়দানের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন: ময়দানে মুজাহিদীনদের এবং লেবাননের গণ্যমান্য ব্যক্তিদের অভিবাদন, যারা প্রতিরোধকে ঘিরে ধরে এবং সমর্থন করে। এটি সেই প্যাটার্ন যা চ্যালেঞ্জের মুখে প্রতিরোধকে শক্তিশালী করে তোলে। 

342/