‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
সোমবার

৭ নভেম্বর ২০১৬

১:০১:৩৪ AM
790269

সন্ত্রাসীদের হাত থেকে ৮৫ জনের মুক্তি লাভ

সন্ত্রাসী গোষ্ঠি বোকো হারামের হাত থেকে ৮৫ জনকে মুক্ত করতে পেরেছে নাইজেরিয়া সেনাবাহিনী।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: নাইজেরিয়া সেনাবাহিনী গতকাল (রোববার, ৬ অক্টোবর) উত্তর-পূর্ব আফ্রিকা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন বোকো হারামের হাত থেকে ৮৫ জনকে মুক্ত করেছে। এদের অধিকাংশই ছিল নারী ও শিশু।

বোকো হারামের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৫ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় সন্ত্রাসী গোষ্ঠিটির একটি বোমা তৈরীর কারখানাও ধ্বংস হয়েছে।

এদিকে, গত সপ্তাহে দেশের উত্তর-পূর্ব অঞ্চলে পরিচালিত অভিযানে ৩৭ জন বোকো হারাম সন্ত্রাসীকে হত্যা করেছে নাইজেরিয়া সেনাবাহিনী।

প্রসঙ্গত, বোকো হারাম এক বছরেরও বেশী সময় আগে মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী সংগঠন দায়েশের সাথে বাইয়াত করে তাকফিরি এ গোষ্ঠির পতাকা তলে নাইজেরিয়াসহ আফ্রিকার বিভিন্ন দেশে সন্ত্রাসী পদক্ষেপ অব্যাহত রেখেছে।#