‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
বৃহস্পতিবার

৫ জানুয়ারী ২০১৭

১:৩৭:২৫ AM
802821

মালাউই’তে;

ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন

দীর্ঘ ২ বছর পরিশ্রমের পর স্থানীয় ইয়াউ ভাষায় পবিত্র কুরআন প্রকাশ করেছে মুসলিম এ্যাসোসিয়েশন অব মালাউই (MAM)। তানজানিয়াসহ আফ্রিকার বেশ কয়েকটি দেশের মানুষ ইয়াউ ভাষায় কথা বলে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা):-ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মালাউই’তে।

এ দেশের অধিকাংশ মুসলমান ইয়াউ ভাষায় কথা বলেন। এ কারণে এ ভাষায় পবিত্র কুরআন অনুবাদের সিদ্ধান্ত নেয় মুসলিম এ্যসোসিয়েশন অব মালাউই (MAM)।

এম এ এম’র সভাপতি ‘আল-হাজি তুওয়াইবু লাভে’ গতকাল (বুধবার, ৪ জানুয়ারি) মালাউই বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাতকারে এ সম্পর্কে বলেন: পবিত্র কুরআন আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে। কিন্তু অনেক মুসলমান আরবি ভাষাভাষি নয়, আর এ কারণেই পবিত্র কুরআন সকল স্থানীয় ভাষায় অনুবাদ হওয়া জরুরি। যাতে সাধারণ মানুষ তা বুঝতে ও অনুধাবন করতে সক্ষম হয়।

তিনি বলেন: নিঃসন্দেহে মালাউইসহ প্রতিবেশী দেশ মোজাম্বিক, তানজানিয়া, জাম্বিয়া ও জিম্বাবুয়ে’র মত দেশের জনগণ ইয়াউ ভাষায় অনূদিত কুরআন শরিফ পড়ে ইসলাম ধর্মকে সঠিকভাবে চিনতে সক্ষম হবে।

এম এ এম’র সভাপতি আরও বলেন: আমাদের এ্যাসোসিয়েশনের প্রধান লক্ষ্যসমূহের একটি হল ঐশী এ গ্রন্থকে বিভিন্ন স্থানীয় ভাষায় অনূবাদ করা, যাতে ইসলাম ও কুরআন সম্পর্কে মানুষ সঠিক ধারণা লাভ করতে পারে।

ইয়াউ ভাষায় পবিত্র কুরআন অনুবাদের কাজ ২ বছরে সম্পন্ন হয়েছে। এ দেশের বিভিন্ন মসজিদের ১৪ জন আলেম সরাসরি উপস্থিত থেকে পবিত্র কুরআনের এ অনুবাদ সম্পন্ন করেছেন।

প্রসঙ্গত, খ্রিষ্টান ধর্মের পর মালাউই’র দ্বিতীয় সংখ্যা গরিষ্ট ধর্ম ইসলাম। ১ কোটি ৬০ লক্ষ জনসংখ্যার এ দেশে শতকরা ৩৬ ভাগ মুসলমান।#