‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
রবিবার

১৫ জানুয়ারী ২০১৭

১:৫৭:৫০ PM
805076

দায়েশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিল আফগান নারীরা (ছবি)

আফগানিস্তানের জওযজান প্রদেশের ‘দারাজ আব’ ও ‘কুশ তিপা’ এলাকায় দায়েশের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে ১৫০ জন নারীর একটি দল ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক পরিকল্পিতভাবে শিয়া হত্যা অব্যাহত রয়েছে। এ অপরাধকর্মের মাধ্যমে তাকফিরি এজেন্টরা সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টির পরিকল্পনা বাস্তবায়নে সোচ্চার। অবশ্য, এক্ষেত্রেও সফল হয়নি তাকফিরিরা, ইস্যূটি অল্প সময়ের মধ্যে শিয়া ও সুন্নি ব্যক্তিত্বদের তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে।

আফগানিস্তানের দ্বিতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোহাক্কেক বলেন: তাকফিরিরা এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে চায়। কিন্তু আফগানিস্তানের জনগণ বহুবার তাকফিরিদেরকে প্রতিহত করেছে এবং তাদের বিরুদ্ধে বিজয়ী হয়েছে। আর বর্তমানেও তাকফিরিদেরকে তাদের পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে।

তাকফিরি সন্ত্রাসী গ্রুপগুলোর মোকাবিলায় আফগান সেনাদেরকে সহযোগিতা করতে অস্ত্র হাতে তুলে নিচ্ছে বহু নারী; যাদের স্বামী অথবা সন্তানরা তাকফিরিদের হাতে প্রাণ হারিয়েছেন।

এরই ধারাবাহিকতায়, তাকফিরিদের বিরুদ্ধে জওযজান প্রদেশের দারাজ আব ও কুশ তিপাহ এলাকার ১৫০ জন নারীর একটি দল অস্ত্র হাতে তুলে নিয়েছে।

ইতিমধ্যে দায়েশ সন্ত্রাসীদের অমানবিক হামলার কারণে দারাজ আব এলাকার বিভিন্ন গ্রামের নারী ও পুরুষরা নিজেদের বসত-ভিটা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

নারীরা ঐ সশস্ত্র দল গঠনের মাধ্যমে তাকফিরি গ্রুপগুলোর উদ্দেশ্যে এ বার্তা দিয়েছে যে, জনগণের মাঝে ত্রাস ও ভীতি সৃষ্টির যে পরিকল্পনা তাকফিরি সন্ত্রাসীদের ছিল সেটাকেও ব্যর্থ করে দেয়া হল।

উল্লেখ্য, আফগান সেনাদের বিরুদ্ধে মোকাবিলায় অপারগ তাকফিরি সন্ত্রাসীরা এবার গ্রামবাসী, খনি শ্রমিক, এমনকি মসজিদের মুসল্লিদের উপর হামলা চালাচ্ছে।#