আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): প্রত্যক্ষদর্শী ও নাইজেরিয়া পুলিশ আজ (সোমবার, ১৬ জানুয়ারি) এদেশের উত্তর-পূর্বাঞ্চলে দু’টি বোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে। ঐ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রথম বিস্ফোরণটি বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া ও মোনাজাতের সময় ঘটানো হয় এবং দ্বিতীয়টি বিশ্ববিদ্যালয়ের গেইটে।
নাইজেরিয়ার পুলিশ কমিশনার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মসজিদে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
নাইজেরিয়া পুলিশের ভাষ্যমতে, বিস্ফোরণ দু’টি আত্মঘাতী ছিল নাকি পূর্বে পেতে রাখা বোমা বিস্ফোরণের মাধ্যমে ঘটানো হয়েছে তা এখনো স্পষ্ট হয়নি।#




