আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): জেদ্দা শহরে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে সশস্ত্র সংঘর্ষের তথ্য প্রকাশ করেছে সৌদি গণমাধ্যম।
আস-সাউদিয়া ওয়েব সাইট জানিয়েছে, আজ (শনিবার, ২১ জানুয়ারি) সকালে সৌদি আরবের জেদ্দা শহরের আল-হারজাত এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ প্রতিবেদনের ভিত্তিতে, সন্ত্রাসীদের অবস্থানস্থলের বিষয়ে নিশ্চিত হওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের ঘাঁটিটিকে ঘিরে ফেলে তাদেরকে আত্মসমার্পনের আহবান জানায়। কিন্তু নিরাপত্তা বাহিনীর এ আহবানকে উপেক্ষা করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়লে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়।
নিরাপত্তা বাহিনী ঐ ভবনটি ঘিরে ফেলার পর ভবনের ভেতর থেকে বিস্ফোরণ শব্দ শোনা যায়।
সৌদি গণমাধ্যম জানিয়েছে, আত্মসমার্পন না করে ২ সন্ত্রাসী তাদের শরীরে থাকা এক্সপ্লোসিভ বেল্ট বিস্ফোরিত করেছে।
বলাবাহুল্য, ইরাক ও সিরিয়ায় সক্রিয় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সাহায্যকারী দেশগুলোর যে তালিকা রয়েছে সে তালিকার শীর্ষ দেশগুলোর একটি সৌদি আরব।#






