আবনা ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতের একটি ক্যাফেতে সম্ভাব্য আত্মঘাতী সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটক করা হয়েছে হামলার পরিকল্পনাকারীকে। স্থানীয় সময় শনিবার বিকেলে বৈরুতের ব্যস্ততম আল-হামরা জেলার জনাকীর্ণ একটি ক্যাফেতে আত্মঘাতী হামলার প্রস্তুতি নেয়ার সময় একজনকে আটক করা হয়। সেসময় তিনি বিস্ফোরক বোঝাই জ্যাকেট পরে ক্যাফেটিতে ঢোকার চেষ্টা করছিলেন। নিরাপত্তারক্ষীদের সন্দেহ হলে তাকে বাধা দেয়া হয়। পরে তল্লাশি করে তার কাছ থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসময় সম্ভাব্য হামলাকারী সামান্য আহত হয়। তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ঐ হামলাকারীর নাম উমর হাসান আল-আসী (২৩)।
সম্প্রতি লেবাননে সন্ত্রাসবাদী হামলার ঘটনা বেড়েছে। স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো এবং পাশের যুদ্ধ কবলিত দেশ সিরিয়ার জঙ্গিদের এসব হামলার পেছনে দায় রয়েছে বলে দেশটির সরকার মনে করে। তবে গত কয়েক মাসে দেশটিতে কোনো হামলার ঘটনা ঘটেনি।
সবশেষ গত জুনে দেশটির উত্তরাঞ্চলীয় সীমান্ত সংলগ্ন একটি খ্রিস্টান অধ্যুষিত গ্রামে আত্মঘাতী বোমা হামলায় ৫ জন বেসামরিক মানুষ নিহত হন। এর আগে ২০১৫ সালের নভেম্বরে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় একটি গ্রামে হামলার ঘটনায় নিহত হন ৪৩ জন।#






