‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Bhorerkagoj
সোমবার

১০ এপ্রিল ২০১৭

৩:১৯:০৯ AM
822965

মিসরে দুই কপ্টিক চার্চে বোমা হামলা, নিহত ৩৬

মিসরে দুটি কপ্টিক চার্চে বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। সংখ্যালঘু এই খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে রবিবারের এই হামলায় আহত হয়েছে আরো ১০০ জন।

আবনা ডেস্ক:মিসরে দুটি কপ্টিক চার্চে বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। সংখ্যালঘু এই খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে রবিবারের এই হামলায় আহত হয়েছে আরো ১০০ জন।
এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। প্রথম হামলার ঘটনাটি ঘটে নীল নদীর অববাহিকা শহর তান্টার একটি চার্চে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এই হামলায় ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৭৮ জন। এর কয়েক ঘণ্টা পরে আলেকজান্দ্রিয়া শহরের সেন্ট মার্ক ক্যাথেড্রাল কপ্টিক চার্চে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, এখানে নিহত হয় ১১ জন আহত হয় ৩৫ জন। ওই হামলার সময় কপ্টিক পোপ তাওয়ারদোস ছিলেন সেখানে, কিন্তু তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।