‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

১১ এপ্রিল ২০১৭

৪:৫৮:০২ PM
823254

সাতক্ষীরা ও সৈয়দপুরে ইমাম আলী (আ.) এর জন্মবার্ষিকী পালিত

১৩ই রজব হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ মাহফিল সাতক্ষীরা ও সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় এবং নীলফামারী জেলার সৈয়দপুরে বিশেষ আনন্দ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুরে মাহফিল

পবিত্র এ দিবস উপলক্ষে আয়োজিত এ মাহফিল বিভিন্ন অঞ্চল থেকে আগত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১০ এপ্রিল) রাতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর বিভিন্ন অঞ্চল থেকে আগত কবিগণ আমিরুল মু’মিনীন (আ.) এর শানে কবিতা, কাসিদা ও ইসলামি গজল উপস্থাপন করেন এবং বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি অব্যাহত থাকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ হুসাইন।

তিনি তার বক্তব্যে বলেন: মুসলমানরা পরস্পরের মাঝে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে ইসলামের শত্রুদের মোকাবিলা করতে সক্ষম এবং এরই মাধ্যমে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করতে যে সকল গুজব শত্রুতার ছড়ায় তা দূর করা সম্ভব।

অনুষ্ঠানের শেষাংশে উপস্থিতদের বেশ কয়েকজনকে পুরস্কৃত করা হয়।#

 

সাতক্ষীরার শ্যামনগরে মাহফিল

এ দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার নূরনগর ইউনিয়নের হাবিবপুর গ্রামে গুলশানে যাহরা ইমামবাড়িতে আয়োজিত হয়েছে বিশেষ মাহফিল।

গতকাল (১০ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮ টায় এ অনুষ্ঠান শুরু হয় এবং রাত ১২টা নাগাদ বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে অব্যাহত থাকে।

এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মো. সাজিদুল ইসলাম ও জনাব মো. রমজান আলী।

এছাড়া এ মাহফিলে কাসিদা ও গজল পরিবেশিত হয়।

প্রসঙ্গত, এ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রতিযোগিতায় বিজয়ীদেরকেও এ অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।#

সৈয়দপুর, নীলফামারী

সৈয়দপুর, নীলফামারী

সৈয়দপুর, নীলফামারী

সৈয়দপুর, নীলফামারী

শ্যামনগর, সাতক্ষীরা

শ্যামনগর, সাতক্ষীরা

শ্যামনগর, সাতক্ষীরা