আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ইমাম হুসাইন (আ.) এর চেহলুম (চল্লিশা) উপলক্ষে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন নূরনগর ইউনিয়নে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
এ শোক মজলিশ অত্র এলাকায় অবস্থিত গুলশান-এ যাহরা ইমামবাড়িতে অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত আহলে বাইত (আ.) এর অনুসারীরা এতে অংশগ্রহণ করেন।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইব্রাহিম খলিল রাজাভি। এছাড়া বক্তব্য রাখেন নূরনগর মসজিদের খতিব হুজ্জাতুল ইসলাম মোঃ সাজিদুল ইসলাম, জনাব মোঃ রমজান আলী ও জনাব আকিল মির্জা।
প্রসঙ্গত, বক্তব্য ও মাসায়েব পরিবেশনের মধ্য দিয়ে শোক মজলিশ শেষ হওয়ার পর ইমামবাড়ি থেকে একটি শোক মিছিল বের হয়। ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের স্মরণে নওহা পাঠ ও মাতমের মাধ্যমে শোক মিছিলটি অব্যাহত থাকে।#





