‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Abnews24
বুধবার

২২ নভেম্বর ২০১৭

৪:০২:৩৮ PM
868477

নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫০

নাইজেরিয়ায় পুলিশ বলছে, পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন লোক নিহত হয়েছে।

আবনা ডেস্কঃ নাইজেরিয়ায় পুলিশ বলছে, পূর্বাঞ্চলীয় আদামাওয়া রাজ্যে একটি মসজিদের ভেতরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন লোক নিহত হয়েছে।
মুবি শহরের ওই মসজিদে সকালের নামাজ পড়ার জন্য যখন লোকের ভিড় হয়েছিল, ঠিক তখন আত্মঘাতী হামলাকারী মসজিদের ভেতরেই বোমার বিস্ফোরণ ঘটায়।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি আবু বাকার সুলে এএফপি বার্তা সংস্থাকে বলেছেন, তার ধারণা বোমা হামলাকারী নামাজিদের মধ্যেই ছিল।
এই হামলার দায়িত্ব এখনো কেউ স্বীকার করে নি। তবে উত্তর নাইজেরিয়ায় বোকো হারাম নামের ইসলামী জঙ্গী সংগঠন জনসমাগম হয় এমন স্থানে প্রায়ই বোমা হামলা চালিয়ে থাকে।
বোকো হারামের চালানো সহিংসতায় গত ৮ বছরে নাইজেরিয়ায় প্রায় ২০ হাজার লোক নিহত হয়েছে।
বোকো হারাম গঠিত হয় ২০০২ সালে, এই নামের অর্থ ‘পশ্চিমা শিক্ষা নিষিদ্ধ’। তারা ২০০৯ সালে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র তৎপরতা শুরু করে। যুক্তরাষ্ট্র ২০১৩ সালে তাদের সন্ত্রাসী গোষ্ঠী বলে তালিকাভুক্ত করে।
তারা ২০১৪ সালে তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলোতে তারা ‘খিলাফত’ ঘোষণা করে, তবে অধিকাংশ এলাকাই সামরিক বাহিনী আবার পুনর্দখল করেছে।