‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : ABNA
মঙ্গলবার

২৯ জানুয়ারী ২০১৯

৯:০৩:২৭ AM
926820

আবারও মহান ‘আল্লাহ্’র নামের অবমাননা করলো নাইক (ছবি)

জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকের বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি অবমাননা অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৬ হাজার মুসলিম।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): বিশ্বখ্যাত জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকের নতুন এক মডেলের জুতার তলায় আল্লাহর নামের সদৃশ্য লোগো ব্যবহার করা হয়েছে।

নাইকের এমন পদক্ষেপে ক্ষুব্ধ মুসলমানরা। এরই ভিত্তিতে নাইকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঐ অভিযোগ পত্রে স্বাক্ষর করেছেন ৬ হাজার মুসলমান।

অভিযোগ পত্রে, এ পদক্ষেপকে বিশ্বের কোটি কোটি মুসলমানের প্রতি অবমাননা বলে উল্লেখ করে বলা হয়েছে, নাইক কর্তৃপক্ষকে জবাব দিতে হবে কেন তারা জুতার তলা এবং উপরের অংশে মহান আল্লাহর পবিত্র নাম সদৃশ্য লোগো ব্যবহার করেছে।

এছাড়া পত্রে অনতিবিলম্বে অবমাননাকর ঐ জুতা বিক্রি বন্ধ এবং মার্কেট থেকে সেগুলোকে তুলে নেয়ার আহবান জানানো হয়েছে।

মুসলমানদের এ অভিযোগের ভিত্তিতে নাইক কোম্পানীর মুখপাত্র জানিয়েছেন, আমাদের কোম্পানী প্রতিটি ধর্মের প্রতি সম্মান দেখায়। ঐ লোগো ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয়নি।#