২৪ জানুয়ারী ২০২৩ - ১৭:০৩
ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নে সম্মত

ইরান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীগণ দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে বৈঠক করেছেন। তাসখন্দে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো'র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে তাঁরা ওই বৈঠক করেন।

বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভুট্টো জারদারি ওই বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ছাড়াও  আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যেুতে মতবিনিময় করেছেন।

আজ (মঙ্গলবার) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ইকো'র পররাষ্ট্রমন্ত্রীদের ২৬তম বৈঠক শুরু হয়েছে। ইকো'র পররাষ্ট্রমন্ত্রীদের ওই বৈঠকে মন্ত্রীদের পাশাপাশি সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছে। আজারবাইজান প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, তুরস্ক, পাকিস্তান, ইরান, আফগানিস্তান ও উজবেকিস্তান ইকোর সদস্য দেশ। আফগানিস্তান ইকো'র সদস্য হওয়া সত্ত্বেও আজকের ওই বৈঠকে অংশ নিচ্ছে না।

ইকো'র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বছরে একবার সদস্য দেশগুলোর কোনো একটি দেশের আমন্ত্রণে অনুষ্ঠিত হয়।#

342/