তিনি আইআরজিসি'র কমান্ডারদের এক সমাবেশে এসব কথা বলেন।
কায়ানি আরও বলেন, যারা মজলুম মানুষদের কথা ভাবে তারা আধ্যাত্মিকতার শিখরে অবস্থান করে। আইআরজিসি এ ধরণের বৈশিষ্ট্যের অধিকারী।
এ সময় তিনি কুদস ফোর্সের সাবেক প্রধান শহীদ কাসেম সোলাইমানির কথা স্মরণ করে বলেন, শহীদ সোলাইমানি দেশের বাইরেও মানবীয় আচরণের আদর্শে পরিণত হয়েছেন।
ইরাকে সাত ট্রিলিয়ন ডলার খরচ করেও আমেরিকা অপমান ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি বলে জানান জেনারেল কায়ানি।
342/