গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাস যে অভিযান চালায় তাতে অন্তত ২৪০ ব্যক্তিকে বন্দী করে গাজা উপত্যকায় নিয়ে যায়। তাদের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময়ের আওতায় একশ’র বেশি বন্দিকে মুক্তি দেয় হামাস । সেই অনুযায়ী হামাসের হাতে এখনো ১৩৬ জন বন্দি রয়েছে। কিন্তু নিউ ইয়র্ক টাইমস গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে, এই ১৩৬ জনের মধ্যে ৩২ জন মারা গেছে।
দখলদার ইসরাইলি বাহিনীর মুখপত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি গতকাল ৩১ জনের মৃত্যুর কথা ঘোষণা করেন।
নিউ ইয়র্ক টাইমস চারটি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে অন্তত বিশ জন বন্দীর মৃত্যু হয়েছে বলে অনিশ্চিত গোয়েন্দা তথ্যের বিষয়টিকে তারা মূল্যায়ন করে দেখছে।
ইসরাইলি সামরিক বাহিনী নিউ ইয়র্ক টাইমসকে বলেছে, তারা হামাসের হাতে বন্দিদের সম্পর্কে "যতটা সম্ভব তথ্য বের করতে এবং পুনরুদ্ধার করার জন্য সমস্ত উপায় তারা অবলম্বন করার চেষ্টা করছে।"#
342/