এ ছাড়াও ইয়েমেনে ইঙ্গ-মার্কিন অব্যাহত হামলা, সিরিয়ায় আবারও ইসরাইলি হামলা, সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশশামের প্রধানের সঙ্গে সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূতের সাক্ষাত এবং পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ ইত্যাদি সাম্প্রতিক সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিশ্ব-সংবাদ।
ইয়েমেনে আবারও ইঙ্গ-মার্কিন জোটের হামলা
মার্কিন ও ব্রিটিশ জঙ্গি বিমানগুলো আজ সোমবার হোজ্জাহ প্রদেশের মিদি অঞ্চলের বাহিস এলাকায় বোমা বর্ষণ করেছে। এইসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ইয়েমেনের সরকার ও জনগণ গাজার মজলুম জনগণের প্রতি সর্বাত্মক সমর্থন ও সহায়তা দিয়ে আসায় প্রায়ই ইয়েমেনে হামলা চালাচ্ছে ইঙ্গ-মার্কিন জোট।
আনসারুল্লাহর হুশিয়ারি: মার্কিন সরকার নিজের জন্য জাহান্নামের দরজা খুলছে
ইয়েমেনে ইঙ্গ-মার্কিন হামলার প্রতিক্রিয়ায় জনপ্রিয় ইসলামী প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর একজন সিনিয়র নেতা আজ ভোরে বলেছেন, মার্কিন সরকার ইয়েমেনে উত্তেজনা বাড়িয়ে নিজের জন্য জাহান্নামের দরজা খুলে দিচ্ছে।
সিরিয়ায় ফের ইসরাইলি হামলা
ইসরাইলি জঙ্গি বিমানগুলো আবারও সিরিয়ায় বোমা বর্ষণ করেছে। পূর্ব সিরিয়ার দেইর আযযুর অঞ্চলের সিরিয় সামরিক বিমান ঘাঁটির ওপর এবং হামা ও হোমস প্রদেশের কেন্দ্রীয় শহরগুলো ছিল এইসব হামলার লক্ষ্যবস্তু। এ ছাড়াও লজাকিয়ে ও তারতুস প্রদেশেও ইসরাইলি হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা গেছে বলে
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ব্রিটেনের কূটনৈতিক সম্পর্ক
এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশশামের সঙ্গে দেশটির কূটনৈতিক যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। এই গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী এর সঙ্গে ব্রিটেন কূটনৈতিক যোগাযোগ রাখতে পারে বলে তিনি দাবি করেন।
হায়াত তাহরির আশশামের প্রধান জোলানির সঙ্গে জাতিসংঘের দূতের সাক্ষাৎ
সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশশামের প্রধান জোলানির সঙ্গে গতকাল রোববার দামেস্কে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক দূত গিয়ার প্যাডারসন। আসাদ সরকারের পতনের পর এখন এই সন্ত্রাসী গোষ্ঠী দামেস্ক নিয়ন্ত্রণ করছে। তাই সরকারি ও বেসরকারি মহল এখন এই গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে।
পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইরান ও জাপানের উদ্বেগ
এদিকে ইরান ও জাপান পশ্চিম এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। এ উদ্বেগ প্রকাশ করা হয় গতকাল বিকালে যখন তেহরানে জাপানের উপপররাষ্ট্রমন্ত্রী তাকেহিরো ফুনাকুশিকে সাক্ষাত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। এ বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যাগুলো সমাধানে তেহরান-টোকিও শলা-পরামর্শ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।
মেজর জেনারেল সালামি: সিরিয় যুবকরা অবশেষে সিরিয়াকে বিজাতীয়দের হাত থেকে মুক্ত করবে
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল এক সমাবেশে বলেছেন, জুলুম বিরোধী প্রতিরোধ আন্দোলনের বিস্তার একটি খোদায়ি বা ঐশী বিষয়, তাই সিরিয়ার যুবকরা অবশেষে তাদের দেশকে বিজাতীয়দের হাত থেকে মুক্ত করবে।
সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে তিনি আরও বলেছেন, যে কোনও দেশে বিজাতীয়রা যখন দেশটির পরিচিতি ধ্বংসের পদক্ষেপ নেয় তখন মুসলিম যুব সমাজ শেষ পর্যন্ত ময়দানকে বিজাতীয়দের হাত থেকে বের করে আনে এবং সিরিয়াতেও তা ঘটবে।
আলজেরিয়ায় ফরাসি রাষ্ট্রদূতকে তলব
ওদিকে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় গতকাল রোববার দেশটিতে ফরাসি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলোর তৎপরতার ব্যাপারে প্রতিবাদ জানিয়ে ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে। সম্প্রতি ফ্রান্স আলজেরিয়ার ভেতরে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পরিকল্পিতভাবে ঢোকানোর মত বিদ্বেষমূলক পদক্ষেপ নিয়েছে বলে আলজেরিয়ার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। #