৭ এপ্রিল ২০২৫ - ০০:৩৪
Source: Parstoday
ইরানের বিরুদ্ধে ৪৬ বছরের নিষেধাজ্ঞায় জিতল কারা? নয়া নিষেধাজ্ঞায় ইরানি নেটিজেনদের প্রতিক্রিয়া

পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুনকরে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির অংশ হিসেবে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

পার্সটুডে'র তথ্য বলছে- সামাজিক যোগাযোগ মাধ্যম "এক্স"-এ তৎপর ইরানিরা এই নিষেধাজ্ঞাগুলোকে ইরানের উন্নয়ন-অগ্রগতি রুখে দেওয়ার অপচেষ্টা বলে বর্ণনা করেছেন। তবে ইরানিরা এই নিষেধাজ্ঞাগুলো সঠিকভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছে বলে তারা মনে করেন।

এই প্রসঙ্গে আমানপুর নামের একজন ইরানি তার "এক্স" পেজে লিখেছেন, "ইরান-ভীতি ছড়ানোর পাশাপাশি যুদ্ধের হুমকি দিয়ে আমাদের জাতির মনোবল নষ্ট করা সম্ভব নয়। নিষেধাজ্ঞা এবং হুমকি দিয়ে তারা কিছুই অর্জন করতে পারবে না। আমরা গর্বের সাথে আমাদের পথে হাঁটব।"

রেইহানে সাদাত নামের একজন ইরানি মহিলা তার "এক্স" পেজে লিখেছেন, "নিষেধাজ্ঞার মাঝেও ইরান ট্রেন তৈরি করেছে, বাঁধ নির্মাণ করেছে এবং টিকা তৈরি করেছে। এর অর্থ জিহাদি ব্যবস্থাপনা, উৎসাহব্যঞ্জক ইঞ্জিনিয়ারিং।"

আরেক নেটিজেন ইয়াস ফাতেমি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের প্রতিরোধকে দেশের দৃঢ়তার বাস্তব প্রতিফলন হিসেবে উল্লেখ করে লিখেছেন, "ইরান হচ্ছে একমাত্র দেশ যেটি বছরের পর বছর নিষেধাজ্ঞা, হুমকি এবং চাপ সত্ত্বেও নিজের নীতি-আদর্শের প্রতি অবিচল রয়েছে এবং তার বৈজ্ঞানিক, সামরিক ও কূটনৈতিক উন্নয়ন অব্যাহত রেখেছে। এই প্রতিরোধ দৃঢ়তার পরিচায়ক, এটা কোণঠাসা হওয়াকে নির্দেশ করে না।"

সামিরা হামেদজাদেহ হলেন এক্স নেটওয়ার্কের আরেকজন ইরানি ব্যবহারকারী। তিনি বিশ্বাস করেন, "কোনও দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের অর্থ হলো ঐ দেশটির প্রভাবকে ভয় পাওয়া।" যদি ইরানকে কোণঠাসা করতে পারত তাহলে এই দেশকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিশাল ব্যয়ের প্রয়োজন হত না। ইরান বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন কথাবার্তা কল্পনা ছাড়া আর কিছুই নয়, বাস্তবতা হলো ইরানের প্রভাব বেড়েছে।"

নাভা নামের আরেক ইরানি ব্যবহারকারী ইসলামী প্রজাতন্ত্র ইরানকে অন্যান্য জাতির জন্য অনুপ্রেরণা বলে মনে করেন। তিনি জোর দিয়ে বলেন, "নিষেধাজ্ঞা, সফ্‌ট ওয়ার, ব্যক্তিত্ব হত্যা- এগুলো সবই ছিল ইরানকে নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু বর্তমানে ইরান জাতিগুলোর জন্য অনুপ্রেরণা; বাগদাদ থেকে দামেস্ক, সানা সর্বত্র। এই শক্তি ঐশী প্রতিশ্রুতির ওপর বিশ্বাস থেকে আসে।"

আরেক ইরানি নেটিজেন আমির, ইরানিদেরকে রূপকথার ফিনিক্স পাখির সঙ্গে তুলনা করে লিখেছেন, "ইরান কেবল একটি দেশ নয়, নিষেধাজ্ঞা এবং হুমকির ঝড়ের মধ্যে ইরান হলো উৎসাহের দুর্গ। আমরা ছাই থেকে জেগে ওঠার সক্ষমতা-সম্পন্ন একটি জাতি, ফিনিক্স পাখি যেমনটি করে।"#

342/

Your Comment

You are replying to: .
captcha