২২ নভেম্বর ২০১১ - ২০:৩০

পশ্চিমা প্রচার মাধ্যমসমূহ ও সামাজিক ওয়েব সাইটসমূহে সাইফুল ইসলাম গাদ্দাফী’র একটি ভিডিও প্রদর্শিত হয়েছে। এ ভিডিওটি তার গ্রেপ্তারের পর তোলা হয়েছে। তিনি এতে যানতানা অঞ্চলের বেশ কয়েকজন বিপ্লবী’র বিরুদ্ধে উপহাস ব্যঞ্জক মন্তব্য করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ ভিডিও’তে বিপ্লবীদেরকে শান্তভাবে ও সম্মানের সাথে তার সাথে আলাপরত অবস্থায় দেখা গেছে। এমনকি তাদের একজন সাইফুলকে জিজ্ঞেস করছে যে, তার ঔষধ বা পানীয়ে’র প্রয়োজন আছে কি না। তিনি উত্তরে বলেন : আল্লাহর শুকর, কোন কিছুর প্রয়োজন নেই।

স্বৈরাচারী কর্নেল গাদ্দাফী’র পুত্র এ ভিডিওতে লিবিয়ার নতুন শাসক গোষ্ঠীকে উপহাস করে তার চারপাশে ঘিরে থাকা বিপ্লবীদের উদ্দেশ্যে বলেছেন : নতুন শাসকদেরকে কিছুদিন পর চিনতে পারবে এবং তাদের প্রকৃত রূপ সম্পর্কে জানতে পারবে।

অতঃপর তিনি জিহাদপন্থী ‘আব্দুল কারিম আল খুওয়াইলাদ বিলহাজ্বে’র নাম উল্লেখ করে –যিনি অনেকদিন যাবত গুয়ান্টানামো কারাগারে আটক ছিলেন এবং ত্রিপোলী শহরে নেতৃত্ব দিয়ে মুক্ত করার পর এ শহরের সামরিক পরিষদের প্রধানের পদ গ্রহণ করেছেন- উপহাস ব্যঞ্জক সূরে বলেন : এ শাসকরা ফেরেস্তা, এরা মিষ্টিতে মধু’র মত। আল্লাহর কসম আমি অতিতে এদেরকে অনেক সহযোগিতা করেছি কিন্তু কখনই বিন্দু পরিমাণে কল্যান তাদের থেকে আমি পাইনি।

বিপ্লবীদের একজন সাইফুলকে বললো : লিবিয়ার জাতির কসম খেয়ে আপনাকে এ নিশ্চয়তা দিচ্ছি যে, আপনার বিচার হবে ন্যায়ের ভিত্তিতে এবং আপনার উপর অত্যাচার করা হবে না। যদি আপনি অপরাধী হন তবে শাস্তি আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু যদি নির্দোষ হন তবে কোনরূপ বাধা-বিপত্তি ছাড়াই আপনি আপনার প্রশস্ত অন্তরের অধিকারী লিবিয়ান ভাইদের পাশে জীবন-যাপন করবেন।

সাইফুল ইসলাম এ কথার জবাবে বলেন : আমি জানি না যে, কি পরিণতি আমার জন্য অপেক্ষা করছে। জানি না আমাকে কারাগারে প্রেরণ করা হবে নাকি আমাকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহর কসম যদি তাদের (নতুন সরকারে’র) চিন্তার অনুসরণ কর, তবে তোমাদের উপর এমন বিপদ আরোপ করা হবে যে, গাদ্দাফী’র শাসনামলের ৪০ বছরে তা কখনই তোমরা দেখোনি।#