২ নভেম্বর ২০১৮ - ০৪:৩৩
চব্বিশ পরগণায় চল্লিশা পালিত

ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চল্লিশা পালিত হয়েছে ভারতের চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়ার মান্দ্রা গ্রামে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): সাইয়্যেদুশ শুহাদা ইমাম হুসাইন (আ.) ও তাঁর প্রাণপ্রিয় সাথীদের পবিত্র চল্লিশা উপলক্ষে ভারতের চব্বিশ পরগণা জেলার বাদুড়িয়ার মান্দ্রা গ্রামে বিশেষ শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মান্দ্রায় অবস্থিত ইমামবাড়িতে ৫ হাজারেরও বেশী হুসাইন ভক্ত উপস্থিত হয়ে উক্ত মজলিশে অংশগ্রহণ করেন। এতে স্থানীয় কর্মকর্তাবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে একটি শোক র‌্যালী বের হয়। শোক র‌্যালী সফল করতে স্থানীয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিতে সোচ্চার বলে জানান উপস্থিত কর্মকর্তারা।#