‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২১ নভেম্বর ২০২০

৯:৩৫:০১ AM
1087920

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি ‘লাভ জিহাদ’শব্দ তৈরি করেছে : অশোক গেহেলট

ভারতের রাজস্থানের মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা অশোক গেহলট হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে বিভাজন ঘটাতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে বিজেপি 'লাভ জিহাদ' শব্দ তৈরি করেছে। আজ (শুক্রবার) তিনি ওই মন্তব্য করেছেন।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): অশোক গেহলট আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘লাভ জিহাদ’হ'ল বিজেপি’র পক্ষ থেকে তৈরি করা একটি শব্দ যাতে দেশে বিভাজন করা যায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা যায়। বিয়ে ব্যক্তিগত স্বাধীনতার বিষয়, এটি রোধে আইন আনার বিষয়টি সম্পূর্ণ অসাংবিধানিক এবং এই আইন কোনও আদালতে টিকবে না। প্রেমে জিহাদের কোনও স্থান নেই।’

মুখ্যমন্ত্রী অশোক গেহেলট আরও বলেন, ‘ওঁরা (বিজেপি) দেশে এমন পরিবেশ তৈরি করছে যেখানে প্রাপ্তবয়স্কদের সম্মতি দেওয়া রাষ্ট্রীয় শক্তির করুণায় থাকবে। বিয়ে একটি ব্যক্তিগত সিদ্ধান্ত এবং ওরা এটিকে আটকাচ্ছে, এটি ব্যক্তিগত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার মতো।’

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা গিরিরাজ সিং বলেছেন, বিহার রাজ্যে ‘লাভ জিহাদ’রুখতে আইন তৈরি করা হবে। গতকাল (বৃহস্পতিবার) বিহারের বেগুসরাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে গিরিরাজ সিং বলেন, ‘কয়েকটি রাজ্য ‘লাভ জিহাদ’বন্ধে আইন নিয়ে আসছে। লাভ জিহাদ বন্ধের আইন সারা দেশে কার্যকর করা উচিত। তিনি বলেন, সময়ের দাবির পরিপ্রেক্ষিতে সরকারের উচিত লাভ জিহাদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করা।’

এরআগে বিজেপিশাসিত মধ্য প্রদেশে লাভ জিহাদ রুখতে বিধানসভায় বিল আনার কথা বলায় রাজ্যের সাবেক মন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র বিধায়ক পিসি শর্মা, বলেন, 'ভালবাসা  উপরওয়ালার উপহার, কেন বিজেপি এ বিষয়ে আপত্তি জানায়? বিজেপি’র আসল ইস্যুগুলির কোনও জবাব নেই এবং সে কারণেই জনকল্যাণের বিষয়গুলো থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতে এ জাতীয় বিষয় উত্থাপন করে চলেছে।’

তিনি আরো বলেন, ‘মধ্য প্রদেশ বিধানসভায় লাভ জিহাদ বিল এলে, কংগ্রেস এটি নিয়ে আলোচনা করবে। এটা সেই শিবরাজ সিং চৌহান সরকার, যার আমলে মধ্য প্রদেশ নারীদের উপরে  অত্যাচারে প্রথম স্থান অর্জন করেছিল। অন্যদিকে, মহিলা কমিশনে  ১৫ হাজারেরও বেশি নারী নির্যাতনের অভিযোগ বিচারাধীন রয়েছে। কিন্তু এই সরকার তাতে কোনও পদক্ষেপ গ্রহণ করছে না। এ জন্যই আমাদের স্পষ্ট বক্তব্য যে, বিজেপি আসল ইস্যু থেকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

সম্প্রতি দেশে কথিত লাভ জিহাদের বিষয়টি নিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়েছে। বিজেপিশাসিত বিভিন্ন রাজ্য ‘লাভ জিহাদ’ সম্পর্কে কঠোর আইন আনার প্রস্তুতি নিচ্ছে। এই রাজ্যেগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং উত্তর প্রদেশ।#

342/