‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৬ জানুয়ারী ২০২১

১০:৩৯:৪৮ AM
1109310

আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার দিচ্ছে ভারত

আফগানিস্তানকে ৫০ লাখ ডোজ করোনার টিকা উপহার হিসেবে দিচ্ছে ভারত। এর আগে বাংলাদেশ ও নেপালকে করোনার টিকা উপহার হিসেবে দিয়েছে নয়া দিল্লি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): এর পাশাপাশি আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশকে ভারত এই টিকা দেবে বলে ঘোষণা করেছে। ভারতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আফগানিস্তান। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা বাশির নরমাল বলেছেন, যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে তাদেরকে আগে টিকা দেওয়া হবে।

আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। টিকা কূটনীতির অংশ হিসেবে বিভিন্ন দেশে উপহারের টিকা পাঠাচ্ছে ভারত।

গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের রাজধানী ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের জন্য উপহার হিসেবে পাঠানো ২০ লাখ করোনার টিকা গ্রহণ করেছেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

টিকা উপহার হিসেবে প্রদান করায় ভারত সরকার ও ভারতের জনগণকে পররাষ্ট্রমন্ত্রী ধন্যবাদ জানান। #

342/