‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

১০ এপ্রিল ২০২১

১২:৫২:৫৪ PM
1130061

পশ্চিমবঙ্গে রক্তাক্ত নির্বাচন, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে নিহত ৪, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি মমতার

ভারতের পশ্চিমবঙ্গে চতুর্থ দফার বিধানসভা নির্বাচন চলাকালীন কুচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে খবর।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : রাজ্য নির্বাচন পর্যবেক্ষক বিবেক দুবে’র দাবি, তৃণমূল ও বিজেপি’র মধ্যে সঙ্ঘর্ষ চলছিল। বাধা দেওয়া হচ্ছিল ভোটদানেও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরা হয়। রাইফেলও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এরফলেই গুলি চলে।    

আজ (শনিবার) তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি এক সংবাদ সম্মেলনে  বলেন, ‘কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী চারজনকে কুচবিহারের শীতলকুচিতে গুলি করে  মেরেছে। যারা মারা গেছেন তারা হলেন, হামিদুল হক, আমিনুল হক, মনিরুল হক ও নূর আলম।’   

রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের সিনিয়র নেতা সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘এটা একটা জাতীয় লজ্জা! এটা একরকম পরিকল্পিত খুন। নির্বাচন কলঙ্কিত করার জন্য দায়ী বিজেপি ও তাদের নেতারা।’ 

অন্যদিকে, আজ সকালে শীতলকুচিতে অন্য একটি ঘটনায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে একইদিনে মোট ৫ জনের মৃত্যু হওয়ায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নিহতরা সকলেই তাদের সমর্থক বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।   

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন। তিনি আজ (শনিবার) বনগাঁ দক্ষিণে তৃণমূল প্রার্থীদের সমর্থনে বক্তব্য দেওয়ার সময়ে ওই দাবি জানান। 

মমতা উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘কী করেছে জানেন? আজকে ভোটের লাইনে চার জনকে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। দিল্লির পুলিশ চারজনকে গুলি করে মেরে  দিয়েছে। আরেক জনকে সকালে মেরেছে। আমার পাঁচটা ভাইকে মেরে দিয়ে বলছে, গ্রামবাসীরা নাকি বন্দুক কাড়তে এসেছিল! লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনের রক্ত দিয়ে বড় বড় কথা বলে! আমি বলে গেলাম  অমিত শাহ আপনি পদত্যাগ করুন। স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে আপনি একজন ষড়যন্ত্রকারী। তুমি হচ্ছো চক্রান্তকারী। আমি অনেকদিন ধরে বলছি সিআরপিএফ অত্যাচার করছে! আমি সিআরপিএফের বিরুদ্ধে নই। কিন্তু বিএসএফ-সিআইএসএফ অত্যাচার করছে। গ্রামে গ্রামে মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে। গ্রামে গ্রামে মেয়েদের উপরে অসম্মান হচ্ছে। গ্রামে গ্রামে ছেলে-মেয়েদের ভয় দেখানো হচ্ছে, বিজেপিকে ভোট দিতে বলছে। ভোটের লাইনে গিয়ে গুলি চালিয়ে দিলি! এতবড় সাহস কে দিলো? আমাদের পঞ্চায়েত নির্বাচনেও এতলোক মারা যায়নি। হোম মিনিস্টারের আন্ডারে ইলেকশন করতে গিয়ে এপর্যন্ত প্রায় ২০ লোক মারা গেছে। এদের মধ্যে আমাদের ১৩ জন মারা গেছে। এদের আপনারা ভোট দেবেন? যারা গুলি করে লোক মারে তাদের ভোট দেবেন?’ 

মমতা বলেন, ‘বিজেপি পুরো হেরে গেছে। বিজেপি জানে জিতবে না। তাই ওদের এখন একমাত্র অস্ত্র বোমা, গুলি ও মানুষকে ভয় দেখানো। খবরদার ভয় পেয়ে ওদেরকে ভোট দেবেন না।’

এনপিআর-এনআরসি ও সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আজ সোচ্চার হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  মমতা তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে আগামীকাল (রোববার) কালো ব্যাচ পরে অমিত শাহের পদত্যাগের দাবিতে সারা বাংলায় মিছিল করার নির্দেশ দেন।#     

342/