কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত ৪ লাখ, ১ হাজার ৭৮ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ৪ হাজার ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট ২ লাখ ৩৮ হাজার ২৭০ জন করোনা রোগীর মৃত্যু হলো।
সরকারি সূত্রে প্রকাশ, দেশে এপর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ৯২ হাজার ৬৭৬ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার ৯৬০ জন। বর্তমানে ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
ভারতের পশ্চিমবঙ্গে বর্তমানে ১ লাখ ২৪ হাজার ৯৮ জন সক্রিয় রোগী চিকিৎসাধীন আছেন। রাজ্যটিতে ২৪ ঘণ্টার মধ্যে ১১২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৭৬ জনে দাঁড়াল।
এদিকে, করোনা পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ বিধানসভায় বক্তব্য রাখার সময়ে বলেন, ‘বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার হোস পাইপের স্রোতের মতো কোটি কোটি টাকা খরচা করেছে। অথচ ওই টাকা খরচা করে যদি ভ্যাকসিন দেওয়া হতো তাহলে আজকে সার্বজনীন ভ্যাকসিন প্রদান হয়ে যেতো। কিন্তু একবারও তা ভাবে নি। আমরা গোটা ভারতের জন্য আমরা বলছি। লোকসভা ভবন নির্মাণ, প্রধানমন্ত্রীর বাসভবন, বিমান, স্ট্যাচুসহ ৫০ হাজার কোটি টাকার বেশি খরচা করছেন তাঁরা। কিন্তু তাঁদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল সার্বজনীন ভ্যাকসিন প্রদানে কিন্তু তা করা হয়নি।’
তিনি বলেন, ‘ভ্যাকসিন প্রদান, অক্সিজেন বিলি ইত্যাদির ক্ষমতা আমাদের হাতে নেই। এটা কেন্দ্রীয় সরকার করে। কেন্দ্রীয় সরকারের হাতে রয়েছে। আমাদের রাজ্যে অবিলম্বে ৫৫০ মেট্রিক টন অক্সিজেন প্রয়োজন। কিন্তু আমাদের এখান থেকে ভ্যাকসিন অন্য রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কী অপরাধ করেছে বাংলা?’ কেন্দ্রীয় সরকার এভাবে বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
342/