‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২২ মে ২০২১

১১:৫২:২৭ AM
1143220

পশ্চিমবঙ্গে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ২০ হাজার, মৃত ১৫৯

ভারতের পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে চলায় একদিনে ১৯ হাজার ৮৪৭ জন সংক্রমিত হয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত রাজ্যে ১৫৯ জনের মৃত্যু হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ২৪ পরগণা জেলায়। এখানে একদিনে ৪ হাজার ২৪০ টি নয়া সংক্রমণ হয়েছে। রাজধানী কোলকাতায় সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৫৬০ জন। এছাড়া হুগলী জেলায় ১ হাজার ৩৯৩, দক্ষিণ ২৪ পরগনায় ১ হাজার ২৯৭, হাওড়ায় ১ হাজার ২৪৬, নদিয়ায় ১ হাজার ৯১ জন সংক্রমিত হয়েছেন। এ নিয়ে রাজ্যে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছে।    

রাজ্যে একদিনে মৃতের সংখ্যার নিরিখে উত্তর ২৪ পরগণা জেলা সবার উপরে রয়েছে। উত্তর ২৪ পরগনা জেলায় মারা গেছেন ৪৭ জন। এছাড়া রাজধানী কোলকাতায় ৩৩, পশ্চিম বর্ধমানে ১২, নদিয়ায় ৯, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ৮ এবং দার্জিলিংয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৪,০৫৪ জনের।

অন্যদিকে, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন সংক্রমিত হয়েছেন। একইসময়ে মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জন সংক্রমিত এবং মারা গেছেন ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জন। বর্তমানে ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন সক্রিয় করোনা রোগী চিকিৎসাধীন আছেন।   

এদিকে, দেশে এ পর্যন্ত ১৯ কোটি ৩৩ লাখ ৭২ হাজার ৮১৯ জনকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ ৮৪ হাজার ১৫৫ জনের। #

342/