২৯ মে ২০২১ - ১০:২২
করোনাভাইরাস: ভারতে গত ৪৫ দিনের মধ্যে সবচেয়ে কম ১.৭৩ লাখ নয়া সংক্রমণ, মৃত ৩,৬১৭

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ৪৫ দিনের মধ্যে সবচেয়ে কম ১ লাখ ৭৩ হাজার ৭৯০টি নয়া সংক্রমণ রেকর্ড হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৬১৭ জন করোনা রোগীর। গতকাল (শুক্রবার) সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত ২ কোটি ৭৭ লাখ ২৯ হাজার ২৪৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২২ হাজার ৫১২ জন করোনা রোগী। করোনা থেকে পুনরুদ্ধার  হয়েছেন ২ কোটি ৫১ লাখ ৭৮ হাজার ১১ জন। বর্তমানে ২২ লাখ ২৮ হাজার ৭২৪ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। 

পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ১৩ লাখ ৪৩ হাজার ৪৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ১২০ জন। গতকাল (শুক্রবার) সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৫ জন করোনা রোগী। রাজ্যে ১২ লাখ ১৮ হাজার ৫১৬ জন সংক্রমণ মুক্ত হয়েছেন। বর্তমানে ১ লাখ ৯ হাজার ৮০৬ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।    

ভারতে এ পর্যন্ত মোট ২০ কোটি ৮৯ লাখ ২ হাজার ৪৪৫ ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। গতকাল (শুক্রবার) পর্যন্ত মোট ৩৪ কোটি ১১ লাখ ১৯ হাজার ৯০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। #      

342/