আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আঞ্জুমান-এ-পাঞ্জাতানী ইমামবাড়ীতে আয়োজিত ঐ স্মরণ সভায় ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন আঞ্জুমান-এ-পাঞ্জাতানীর সাধারণ সম্পাদক জনাব মোঃ ইকবাল। আরও বক্তব্য রাখেন, ইসলামি শিক্ষা কেন্দ্রের শিক্ষক হুজ্জাতুল ইসলাম মোঃ শহীদুল হক, কেন্দ্রের প্রশিক্ষণ বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আব্দুল লতিফ, সাংস্কৃতি বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আনিসুর রহমান এবং শিক্ষা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম মোঃ আলী মোর্ত্তজা।
সবশেষে সভাপতির বক্তব্যে ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলীল রাজাভী বলেন, হযরত ইমাম মাহদীর (আ.) আগমনের পূর্বে হযরত ইমাম খোমেনী (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিপ্লব এবং তাঁর ব্যক্তিত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলের জন্য হুজ্জাত। তিনি মার্জায়ে তাকলীদ মরহুম আয়াতুল্লাহ বাকের সাদরের উদ্ধৃতি দিয়ে বলেন, আয়াতুল্লাহ বাকের সাদর তার অনুসারীদের উদ্দেশ্যে বলতেন, ‘ইমাম খোমেনী যেভাবে ইসলামের সাথে মিশে গেছেন তোমরাও ঠিক সেভাবে ইমাম খোমেনীর সাথে মিশে যাও’। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইমাম খোমেনি (রহ.) চিরস্মরণীয় হয়ে থাকবেন।#176





