‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
রবিবার

১৫ আগস্ট ২০২১

১০:০৭:১৬ AM
1169754

'মমতা বন্দ্যোপাধ্যায়কে চমকিয়ে, ধমকিয়ে ভয় দেখানো যাবে না'

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহিলা শাখার নেত্রী ডা. কাকলী ঘোষ দস্তিদার এমপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলেছেন, ‘নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে কোনোদিনও কেউ চমকিয়ে, ধমকিয়ে থামিয়ে রাখতে পারেনি। তিনি সর্বভারতীয় স্তরে তাঁর জায়গা করে নিয়েছেন। তাঁর দল তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখানো যাবে না, এটা ভারতীয় জনতা পার্টি’র (বিজেপি) জেনে রাখা উচিত।’ তিনি আজ (শনিবার) বিজেপিশাসিত ত্রিপুরায় এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : ত্রিপুরার বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে ডা. কাকলী ঘোষ দস্তিদার এমপি বলেন, ‘ত্রিপুরায় মহিলাদের ভয় দেখাচ্ছে বিজেপি। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে। বিজেপি’র এই ভীতিপ্রদর্শনকে বাংলার মানুষ ভালোভাবে নেয়নি। বিধানসভা নির্বাচনে সেটা প্রমাণিত।’  

তিনি বলেন, ‘আমরা আগামীকাল (রোববার) সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, সর্বভারতীয় মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপুরায় স্বাধীনতা দিবস উদযাপন করব। ত্রিপুরা কিন্তু কোনও পরাধীন অঙ্গরাজ্য নয়। ভারতের একটি অঙ্গরাজ্য। সেখানকার মানুষেরও ভারতের সংবিধানের যে অধিকার ও প্রাপ্য সেটা কিন্তু তাঁকে দিতে হবে। ত্রিপুরাবাসী পরাধীন হয়ে রয়েছে। এখানে বিনা প্ররোচনায় ছাত্র-ছাত্রীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। ছাত্রীদের উপরে পুরুষ পুলিশ আক্রমণ করেছে। আমরা এর নিন্দা করছি। ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবি আমরা নজরে রাখছি।

দশ হাজারেরও বেশি শিক্ষক-শিক্ষিকাকে কোনও নোটিশ ছাড়া কর্মচ্যুতি ঘটিয়েছে এই সরকার। শিক্ষক-শিক্ষিকাদের পরিবার অনাহারে, অর্ধাহারে মৃতপ্রায়। ত্রিপুরা রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরে যারা চাকরি করতেন শিক্ষক-শিক্ষিকা তাদের চাকরি চলে গেছে। কেউ রাস্তায় ফেরিওয়ালার কাজ করছেন, কেউ এজেন্সির কাজ করছেন। সেই শিক্ষক-শিক্ষিকাদের বলব, আন্দোলন চালিয়ে যেতে হবে, আমরা তোমাদের পাশে আছি। কেননা ত্রিপুরায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেও আজ পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। যে কর্মসংস্থান আগে থেকে ছিল তাদের, সেখান থেকেও তাদেরকে ছাঁটাই করে দেওয়ার ফলে তাঁদের খুব অসুবিধার মধ্যে সংসার চলছে। আমরা তাদের হয়ে লড়াই করতে চাই।’ ত্রিপুরাবাসীর উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস সর্বোতভাবে লড়াই করবে বলেও তৃণমূল নেত্রী ডা. কাকলী ঘোষ দস্তিদার এমপি মন্তব্য করেন।#

342/