‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
মঙ্গলবার

২৪ আগস্ট ২০২১

১১:২৭:১৫ AM
1172699

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও

আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখল করার পর এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভিডিও।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগানিস্তানে মেয়েদের শিক্ষা এবং নারীদের কর্মসংস্থান সম্পর্ক তালেবান মুখপাত্র সোহাইল শাহীন বলেন, “আফগানিস্তানে হাজার হাজার গার্লস স্কুল রয়েছে। সেগুলো চালু আছে। কোনো বাধা দেয়া হচ্ছে না, মেয়েরা স্কুলে যেতে পারছে। নারী শিক্ষকরাও তাদের কাজ শুরু করেছেন। ফলে নারীদের শিক্ষা এবং কর্মসংস্থানে প্রবেশে আমাদের কোনো সমস্যা নেই তবে এসব ক্ষেত্রে অবশ্যই ইসলামি হিজাব মানতে হবে। নারীদের অধিকার থাকবে, তবে শুধুমাত্র হিজাব মানার শর্ত থাকবে।#

342/