‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
বৃহস্পতিবার

২ সেপ্টেম্বর ২০২১

১০:১২:১৪ AM
1175817

ভারতে কর্মসংস্থান সঙ্কুচিত হলেও বাংলায় ৪০ শতাংশ কর্মসংস্থান বেড়েছে : মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দেশে যখন কর্মসংস্থান সঙ্কুচিত হচ্ছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : তখন বাংলায় আমরা ৪০ শতাংশ কর্মসংস্থান আমরা বাড়িয়েছি। তিনি আজ (বুধবার) পানাগড়ে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।      

মমতা বলেন, ‘দেশে গত ৪৫ বছরের মধ্যে বেকারত্ব বেড়েছে সর্বোচ্চ। বাংলায় তখন আমি গর্ব করে বলতে পারি আমাদের ৪০ শতাংশ দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি এবং ৪০ শতাংশ কর্মসংস্থান আমরা বাড়িয়েছি এই মহামারির মধ্যেও। অনেক ইন্ডাস্ট্রি তো দু’বছর কাজই করতে পারেনি। অনেক দোকান তো দু’বছর খুলতেই পারেনি। যাতায়াত বন্ধ।’   

মমতা বলেন, ‘আমরা নির্বাচনের সময়ে যা কথা দিয়েছিলাম তার  প্রত্যেকটা কথা আমরা রেখেছি। এত তাড়াতাড়ি কেউ রাখে? অনেকে তো ২০ বছরেও রাখে না।’

মমতা এসময়ে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে  কটাক্ষ করে বলেন, ‘কেউ বলেন, বিদেশ থেকে কালোধন উদ্ধার করে নিয়ে আসব। কিন্তু কালোধন নিয়ে আসার পরিবর্তে কালোদান চলে আসে। প্রকৃতপক্ষে কালোধন আসে না। সেজন্য এটাই আমরা মনে করি যে, যেটা বলব, সেটা করব।’  

মুখ্যমন্ত্রী আজ দুর্গাপুরে ৪০০ কোটি টাকার পলিফিল্ম কারখানার শিলান্যাস করে এই কারখানায় কয়েকশো মানুষের কর্মসংস্থান হবে বলে আশা প্রকাশ করেন। তিনি আজ তাজপুর বন্দর, ডেডিকেটেড ফেট করিডরসহ   একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিল্পের কথা মাথায় রেখে আমরা একটি নতুন এমপাওয়ারমেন্ট গ্রুপ তৈরি করেছি। আমি নিজে এর চেয়ারম্যান থাকছি। এ ছাড়া পার্থ চট্টোপাধ্যায়সহ বেশ কয়েকজন রাজ্যের মন্ত্রীও থাকবেন ওই গ্রুপে। রাজ্যের বিভিন্ন শিল্পের কী অবস্থা, কতটা আভাব রয়েছে, তা খতিয়ে দেখবে এই গ্রুপ।’

‘বাংলায় বিনিয়োগ করুন। আমাদের সরকার শিল্পের পাশে আছে’ বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।#

342/