‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
মঙ্গলবার

২৮ সেপ্টেম্বর ২০২১

৯:০০:০৪ AM
1183792

খার্তুমে ইসরাইলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ

ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ১১ মাস পর সুদানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন তার দেশে ইসরাইলের দূতাবাস খেলা হবে না।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : একথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস-সাদিক আল-মাহদি। তিনি বলেছেন, খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার অনুমতি দেয়ার কোনো পরিকল্পনা নেই। মারিয়াম সাদিক বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই এবং এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনাও হয় নি।

সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্যা ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী। গতকাল রোববার তার এ  সাক্ষাৎকার প্রকাশিত হয়

মারিয়াম আস-সাদিক বলেন, মি আপনাকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি যে, ইসরাইলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে, আমরা খার্তুমে ইসরাইলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি

মারিয়াম আস-সাদিক আল-মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা ও সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল-মাহদির মেয়ে যিনি ছিলেন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী#

342/