‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
শনিবার

২৩ অক্টোবর ২০২১

৩:০৬:৩৫ PM
1191373

৫ প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান

আফগানিস্তানে পাঁচটি প্রদেশে থেকে হাজারা শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও জমিজমা থেকে উচ্ছেদ করেছে তালেবান গোষ্ঠী। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ান এই খবর দিয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আন্তর্জাতিক আইন অনুসারে এ ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ।

গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, তালেবান গোষ্ঠী এবং তাদের সহযোগী শক্তি আফগানিস্তানের কান্দাহার, হেলমান্দ, উরুজগান, দায়কুন্দি এবং বলখ প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজন এবং সাবেক আশরাফ গনি সরকারের সমর্থকদের তালেবান গেরিলারা উচ্ছেদ করেছে।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান গেরিলারা এসব লোকজনকে ঘরবাড়ি ও জমিজমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। সেসময় তালেবান বলেছে, তাদের নির্দেশ না মানলে এর পরিণতি কী হবে সে ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। বহু ক্ষেত্রে অনেক পরিবার ও লোকজনকে মাত্র কয়েক দিনের নোটিশে ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে।

আফগানিস্তানের হাজারা সম্প্রদায় মূলত শিয়া মাজহাবভুক্ত এবং দেশটির মোট জনসংখ্যার শতকরা নয় ভাগ হাজারা সম্প্রদায়ের আওতাভুক্ত।#

342/