২৮ অক্টোবর ২০২১ - ১৩:৪১
দোহায় মার্কিন কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ করলেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকাসহ অন্তত এক ডজন পশ্চিমা দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বুধবার এ খবর জানিয়ে বলেছেন, “আজ দোহায় আফগানিস্তানে নিযুক্ত মার্কিন মিশন প্রধান ইয়ান ম্যাকক্যারি পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন।”

এক টুইটার বার্তায় তিনি আরো বলেন, সাক্ষাতে আমেরিকার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয়ে আলোচনা  হয়েছে।

342/