৩০ অক্টোবর ২০২১ - ১৩:৩৫
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন আইআরআইবি'র ক্যামেরাম্যান

আফগানিস্তানের রাজধানী কাবুলে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি নিউজ এজেন্সির ক্যামেরাম্যান আলী রেজা শারিফি।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : গতকাল (শুক্রবার) সন্ধ্যার দিকে কাবুলের একটি সড়ক ধরে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তার ওপর গুলিবর্ষণ করে। তবে তিনি সামান্যের জন্য বেঁচে যান। এ সময় তার গাড়িতে স্ত্রী ও সন্তান ছিলেন।

অজ্ঞাত সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে করে তার গাড়ির পিছু নেয় এবং এক পর্যায়ে তার গাড়ি লক্ষ্য করে সাতটি গুলিবর্ষণ করে। এর মধ্যে একটি গুলি শারিফির মুখে লাগে এবং তার চিবুকে ক্ষতের সৃষ্টি হয়। গুলিবর্ষণের পরপরই সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

কোন ব্যক্তি বা সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায়িত্ব এখনো স্বীকার করে নি।

কাবুলে জন্মগ্রহণকারী আলী রেজা শারিফি প্রায় ১০ বছর ধরে আইআরআইবি নিউজ এজেন্সির ক্যামেরাম্যান হিসেবে কাজ করছেন।

গত ১৫ আগস্ট তালেবান গোষ্ঠী আফগানিস্তানের ক্ষমতা দখল করে করে কিন্তু দেশের নিরাপত্তা পরিস্থিতির তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস আফগানিস্তানে তৎপর রয়েছে এবং তারা বিভিন্ন সময়ে বর্বর হামলা চালিয়ে তার দায় দায়িত্ব স্বীকার করছে।#

342/