আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : এ শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন ইরানের পেসিডেন্ট ইব্রাহিম রায়িসি। জেনারেল কাসেম সোলাইমানির শাহাদাতবার্ষিকীতে আরো অংশগ্রহণ করেন দেশ বিদেশের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
২০২০ইং সালের ৩জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় কুদস ফোর্সের কমান্ডার জেনারেল শহীদ কাসেম সোলাইমানি, আবু মাহদি আল-মোহান্দেসসহ আরো বেশ কয়েকজন সহযোগী শহীদ হন। এই শহীদদের মরদেহ লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে কাজেমাইন, বাগদাদ, নাজাফ, কারবালা, আহওয়াজ, মাশহাদ, তেহরান, কেরমানও কোম শহরে জানাজা ও শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়।#










342/