‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : parstoday
রবিবার

৩০ জানুয়ারী ২০২২

১০:১৬:০২ AM
1224081

মিশরকে সামরিক সহযোগিতা স্থগিত রাখল আমেরিকা

মিশরের মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ার অজুহাত তুলে দেশটিকে বিদেশি সামরিক সহায়তার আওতায় ১৩ কোটি ডলারের অস্ত্র দেয়া স্থগিত রেখেছেছে মার্কিন সরকার।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যেসব শর্ত পূরণ হলে মিত্র দেশগুলোকে আমেরিকা সামরিক সহায়তা দেয়, মিশরে বর্তমানে সেই অবস্থা নেই। দেশটির মানবাধিকার পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় আসে নি।

গতকাল (শনিবার) বার্তা সংস্থা এপি বলেছে, মানবাধিকার পরিস্থিতির অজুহাত তুলে আমেরিকা মিশরে সামরিক সহায়তা স্থগিত করলেও ঠিকই ২৫০ কোটি ডলারের বিপুল পরিমাণ অস্ত্র বিক্রি করেছে। অস্ত্র বিক্রির বিশাল চুক্তির সময় মিশরের মানবাধিকার পরিস্থিতি মার্কিন সরকারের কাছে কোনো ইস্যু হয় নি।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অস্ত্র বিক্রির চুক্তির কথা ঘোষণা করে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে মিশরকে ন্যাটো জোট-বহির্ভূত গুরুত্বপূর্ণ মিত্র বলে অভিহিত করেছে। বিবৃতিতে বলা হয়, মিত্র দেশটির নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার অংশ হিসেবে এই অস্ত্র বিক্রি করা হচ্ছে যা মার্কিন পররাষ্ট্রনীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ।#

342/