‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

২৪ ফেব্রুয়ারী ২০২২

৮:০৭:৫১ AM
1232876

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কেন টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী?

বৈরী প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টিভি বিতর্ক করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে বিতর্ক হলে আমি উপভোগ করব।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা) : দুই দেশের মধ্যে বিতর্কের মাধ্যমে উপমহাদেশের ১৭০ কোটি মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।

রুশ টিভি চ্যানেল রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানাানো হয়নি।

ইমরান খান আরও বলেছেন, বিশ্বের সব দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের নীতিতে বিশ্বাসী তার সরকার। কিন্তু ভারত শত্রুতা পোষণ করায় দিন দিন প্রতিবেশী দেশটির সঙ্গে ব্যবসা–বাণিজ্য কমে যাচ্ছে।

পাকিস্তানের প্রধামন্ত্রী বলেন, সম্প্রতি পাকিস্তানের আঞ্চলিক বাণিজ্য কমে যাচ্ছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রতিবেশী রাষ্ট্র ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা চলছে। কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে পাকিস্তান পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানেও ব্যবসা-বাণিজ্যে তেমন একটা সুবিধা করতে পারছে না বলে জানান ইমরান খান।

মুসলিম অধ্যুষিত কাশ্মীর ইস্যুতে পাকিস্তান ও ভারতের মধ্যে সব সময় বিরোধ লেগেই আছে।#

342/