‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : PARSTODAY
শুক্রবার

১৪ অক্টোবর ২০২২

৪:৫৭:১১ PM
1313612

ইরাকের নতুন প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদ, সরকার গঠনের পথ এখন উন্মুক্ত

ইরাকের আইনপ্রণেতারা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে কুর্দি রাজনীতিবিদ আব্দুল লতিফ রশিদকে নির্বাচিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন সরকার গঠনের পথ প্রশস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার সমাপ্তি ঘটল।

পার্লামেন্ট সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ কুর্দি প্রেসিডেন্ট বারহাম সালিহ’র স্থলাভিষিক্ত হবেন।

গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দুই দফা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে তিনি ৯৯ ভোটে বারহাম সালিহকে হারিয়ে ১৬০ ভোট নিয়ে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

এরইমধ্যে তিনি নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ইরাকে এবার এমন সরকার গঠিত হতে যাচ্ছে যারা প্রতিবেশী ইরানের সংগ্রাম ঘনিষ্ঠ সম্পর্ক রাখে।#


342/