২০ অক্টোবর ২০২২ - ১৯:৩২
সিরিয়া ইস্যুতে আইআরজিসি ও হিজবুল্লাহর প্রশংসা করল হামাস

সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা করায় ইরানের আইআরজিসি এবং লেবাননের হিজবুল্লাহর প্রশংসা করেছে ফিলিস্তিনের হামাস।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক দপ্তরের উপ-প্রধান খলিল আল হাইয়া বলেছেন, সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোল হিজবুল্লাহ ইতিবাচক ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, যারাই ফিলিস্তিনি জাতির প্রতি সমর্থন জানাবে তাদের সঙ্গে হামাসের সম্পর্ক থাকবে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের উপস্থিতিতে গতকাল যেসব পদক্ষেপ নেয়া হয়েছে প্রতিরোধ সংগ্রামের পক্ষে নেওয়া অন্যান্য পদক্ষেপের মাধ্যমে পরিপূর্ণতা পাবে বলে জানান খলিল আল হাইয়া।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল গতকাল সিরিয়া সফর করেছে। এ সফরে প্রতিনিধিদলের সদস্যরা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে যুদ্ধ চাপিয়ে দেয়ার পর এই প্রথম হামাসের কোনো প্রতিনিধিদল প্রেসিডেন্ট আসাদের সঙ্গে সাক্ষাৎ করল। #

342/