‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বুধবার

২ নভেম্বর ২০২২

৮:১২:৩১ PM
1319760

নতুন ফিলিস্তিনি গেরিলা গোষ্ঠীর চমকপ্রদ ধারাবাহিক সাফল্য! আতঙ্কিত ইসরাইল!

ফিলিস্তিনের নতুন সংগ্রামী দল 'আরিন আল ওউসুউদ' (The Lions’ Den) বা 'সিংহদের গুহা' দখলদার ইসরাইলের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেছে, দখলদার ইহুদিবাদী শাসকগোষ্ঠী এই দলকে মুছে ফেলতে পারবে বলে ভাবলেও হতাশার মধ্যে রয়েছে এবং তারা এ দল সম্পর্কে কিছুই জানে না।

দলটি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'সিংহদের গুহা'র যোদ্ধাদের শৌর্য বা বীরত্ব ও আঘাতের প্রচণ্ডতা এবং আকস্মিক আঘাত  দেখে দখলদার ইসরাইল হতবাক ও আতঙ্কিত হয়ে পড়বে। 

নাবলুসের কাসবাহ এলাকায় এই সংগ্রামী দলের একজন কমান্ডারের শাহাদাতের ঘটনার কথা উল্লেখ করে দলটি আরও বলেছে, 'আমাদের প্রতিরোধ এ ঘটনা তোমাদের যেমন হতবাক করেছে, ঠিক সেভাবেই তোমরা জেনিন, আলখলিল, নাবলুস ও রামাল্লায়ও বিস্ময়ে হতবাক হবে। আমাদের অস্ত্র বা গোলা কমে গেছে বলে যারা মনে করছে তারা জেনে রাখুক আমরা হচ্ছি এক উত্তপ্ত আগ্নেয়গিরি।' 

ফিলিস্তিনি জনগণের উদ্দেশে দলটি বলেছে, আমরা সংগ্রামী এ জাতির বর্ম ও তরবারি হই আপনাদের এই প্রত্যাশা যৌক্তিক এবং আমাদের কাজে আপনারা হতাশ হবেন না। নাবলুসের কাসবাহ এলাকায় ইসরাইলি সেনাদের একটি বিশেষ ইউনিটকে পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে দলটি বলেছে, সাহস থাকলে ইসরাইল তাদের এই অভিযানের পুরো ভিডিও প্রচার করুক। এ এলাকায় ইসরাইলি সেনাদের ওপর নানা দিক থেকে প্রতিরোধ যোদ্ধারা হামলা চালাতে সক্ষম হয়েছে বলে দলটি দাবি করেছে। ইসরাইল এ অঞ্চলে অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনিদের পেতে রাখা বোমা ও ব্যাপক গুলি বর্ষণের মুখে  মূলত এখান থেকে ইসরাইলি সেনাদের উদ্ধারেই ব্যস্ত হয়ে পড়ে বলে দলটি জানিয়েছে।  সোমবারের ওই সংঘাতে ফিলিস্তিনি কমান্ডার ওয়াদি আল হাওয়াহ ছাড়াও আরও 'সিংহদের গুহা'র আরও চার সিনিয়র যোদ্ধা শাহাদত বরণ করেন। 

এ সপ্তা'র প্রথম দিকে ইসরাইলি সেনা প্রধান আভিভ কোচাভি দাবি করেন যে ইসরাইল পশ্চিম তীরে সফল অভিযান চালাচ্ছে এবং ইসরাইলি সেনারা ফিলিস্তিনি যোদ্ধাদের শত শত অভিযান প্রতিহত করেছে।  

সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে ফিলিস্তিনি গেরিলা দল সিংহদের গুহার হামলায় বেশ উল্লেখযোগ্য সংখ্যক ইসরাইলি সেনা ও দখলদার ইহুদিবাদী হতাহত হয়েছে।

এটা স্পষ্ট যে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ক্রমবর্ধমান প্রতিরোধ সংগ্রাম দিনকে দিন ইসরাইলের জন্য বড় ধরনের আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে। আর এ অবস্থা চলতে থাকলে বর্ণবাদী ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখোমুখি হবে বলে মনে করা হচ্ছে।#

342/