‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৭ নভেম্বর ২০২২

৫:৪৮:৩৩ PM
1324012

সামান্য ব্যবধানে মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিলো রিপাবলিকান পার্টি

মার্কিন কংগ্রেসের নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দলকে হটিয়ে বিরোধী রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রণ নিয়েছে। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে খুব সামান্য ব্যবধানে রিপাবলিকান পার্টি এই বিজয় অর্জন করেছে।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান দল বিশাল ব্যবধানে ডেমোক্রেটিক দলকে পরাজিত করবে বলে যে পূর্বাভাস দেয়া হয়েছিল তা মূলত অনেকটাই ভুল প্রমাণ হয়েছে।

৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে রিপাবলিকান পার্টি এ পর্যন্ত ২১৮টি আসন লাভ করেছে। অন্যদিকে ডেমোক্রেট দল ২১০টি আসনে বিজয়ী হয়েছে। আর মাত্র সাতটি আসনের ফলাফল বাকি রয়েছে। এই সবগুলো আসনে যদি এখন ডেমোক্রেট দল বিজয়ী হয় তাহলেও তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে না।রিপাবলিকান পার্টি প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হলেও তারা উচ্চ কক্ষ সিনেটের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের আগে দলটি বিশেষ করে এই দলের নেতা ডোনাল্ড ট্রাম্প জোরেশোরে লাল ঢেউ সৃষ্টির কথা বলেছিলেন। কিন্তু, নির্বাচনে মূলত উদারপন্থী ভোটারদের কাছে রিপাবলিকান দলের উগ্রপন্থীদের পরাজয় হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নির্বাচনে রিপাবলিকান দল প্রত্যাশিত ফলাফল করতে না পারায় দলের ভেতরে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান দারুনভাবে ক্ষুন্ন হয়েছে।#

342/