‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
বৃহস্পতিবার

১৭ নভেম্বর ২০২২

৫:৫১:৪৮ PM
1324018

আঞ্চলিক সংকট সমাধানে আরব দেশগুলোর মধ্যে সংলাপ জরুরি: বাসার আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনের জন্য আরব দেশগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠান জরুরি। একই সঙ্গে তিনি বলেন, প্রতিদিন দেশের জনগণ কি চাইছে সে ব্যাপারে সরকারগুলোর সাড়া দেয়া উচিত।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বাদর আল বুসাইদের সঙ্গে রাজধানীর দামেস্কে এক বৈঠকে এসব কথা বলেন বাসার আসাদ।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ওমানের ভারসাম্যপূর্ণ এবং আদর্শিক অবস্থানের প্রশংসা করেন সিরিয়ার প্রেসিডেন্ট। তিনি বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলীতে ওমান সবসময় স্বচ্ছ এবং পরিছন্ন নীতি গ্রহণ করে। দামেস্ক ও মাসকাটের মধ্যকার বেড়ে চলা সম্পর্কের কথাও উল্লেখ করেন তিনি।এছাড়া, বৈঠকে দুই পক্ষ আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন ঘটনাবলীতে পারস্পরিক মত বিনিময় করে।

ওমানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে সিরিয়া অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দামেস্কের সঙ্গে ওমান শলাপরামর্শ ও ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে চায়।তিনি বলেন, বিদেশি মদদপুষ্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ে ওমান সিরিয়ার পাশে ছিল। ওমান এখন আরব বিশ্বে সিরিয়ার অবস্থান ফিরিয়ে আনার জন্য কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।#

342/