তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ রোববার সকালের দিকে জানিয়েছে, তুর্কি সামরিক বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে নিষিদ্ধ ঘোষিত কুর্দি গেরিলা গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে। তুরস্ক দাবি করছে, কুর্দি গেরিলাদের এসব ঘাটি থেকে তুরস্কের ওপর হামলা চালানো হয়।
তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তুরস্কের আত্মরক্ষার অধিকার আছে এবং এই অনুচ্ছেদ অনুসারে উত্তর ইরাক ও সিরিয়ায় বিমান হামলা চালানো হয়েছে। এসব এলাকায় তৎপর কুর্দি সন্ত্রাসীরা তুরস্কের ওপর হামলা চালিয়ে আসছিল। তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, দেশটির সামরিক বাহিনী নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকে এবং সিরিয়ার কুর্দি ওয়াইপিজি গেরিলাদের ঘাঁটিতে হামলা চালিয়েছে। সিরিয়ার ওয়াইপিজি গেরিলাদেরকে তুরস্ক পিকেকে'র শাখা বলে মনে করে।
গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রাণঘাতী বোমা বিস্ফোরণে কয়েকজন নিহত হওয়ার পর তুর্কি সামরিক বাহিনী উত্তর ইরাক এবং সিরিয়ায় এই বিমান হামলা চালালো।#
342/