২২ নভেম্বর ২০২২ - ১৯:৩৩
ইয়েমেনের তেল চুরি করতে আসা ট্যাংকার হটিয়ে দিল সেনাবাহিনী

ইয়েমেনের সেনাবাহিনী দেশটির তেল চুরি করতে আসা একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি সোমবার এক টুইটার বার্তায় বলেন, তার বাহিনী দেশের দক্ষিণাঞ্চলীয় আল-ধাবা বন্দরের উপকূল থেকে একটি বিদেশি ট্যাংকারকে হটিয়ে দিয়েছে।

এটি বিপুল পরিমাণ তেল চুরি করার লক্ষ্যে ওই বন্দরে ভিড়তে চেয়েছিল। সেনাবাহিনী জাহাজটিকে সতর্ক করা সত্ত্বেও এটি বন্দরে ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনী অ্যাকশনে যায়।তখন ট্যাংকারটি পালিয়ে যায়।

জেনারেল সারিয়ি বলেন, ইয়েমেনের সেনাবাহিনী দেশের সার্বভৌম জাতীয় সম্পদ রক্ষা করার চেষ্টা করছে যাতে এই সম্পদ দিয়ে দেশের সকল অঞ্চলের প্রতিটি সরকারি কর্মজীবীর বেতন পরিশোধ করা যায়।

ইয়েমেনের সেনাবাহিনী এর আগেও দেশটির উপকূলে তেল চুরি করতে আসা বিদেশি ট্যাংকার প্রতিহত করেছে। দুই সপ্তাহ আগে জেনারেল সারিয়ি খবর দিয়েছিলেন, দেশটির দক্ষিণাঞ্চলীয় জ্বালানী-সমৃদ্ধ শাবওয়া প্রদেশ থেকে তেল চুরি করতে একটি বড় বিদেশি ট্যাংকার ওই প্রদেশের উপকূলে ভেড়ার চেষ্টা করেছিল। এ সময় সেনাবাহিনীর পাশাপাশি হুথি যোদ্ধারা জাহাজটিকে তাড়িয়ে দেয়।#

342/