‘আহলে বাইত বার্তা সংস্থা’

সূত্র : Parstoday
শনিবার

২৬ নভেম্বর ২০২২

৬:০৮:৫৩ PM
1326389

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছে মালয়েশিয়া: প্রেসিডেন্ট রায়িসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, এশিয়া মহাদেশ এবং মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার যে সিদ্ধান্ত তার প্রশাসন নিয়েছে তাতে মালয়েশিয়া অগ্রাধিকার পাচ্ছে। তিনি আরো বলেছেন, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে নিজেদের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করার উপযুক্ত ক্ষেত্র মালয়েশিয়া ও ইরানের রয়েছে।

রায়িসি শুক্রবার বিকেলে মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে শুভেচ্ছা জানাতে তাকে টেলিফোন করেন এবং সেখানে তিনি এসব কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট বলেন, দু’দেশের দায়িত্বশীলরা আন্তরিক উদ্যোগ নিলেই কুয়ালালামপুর ও তেহরানের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

টেলিফোনালাপে তাকে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি ইরানের সঙ্গে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। আনোয়ার ইব্রাহিম বলেন, মুসলিম বিশ্বের দু’টি বড় ও শক্তিশালী দেশ ইরান মালয়েশিয়অর মধ্যে সম্পর্ক ও সহযোগিতা যাতে শক্তিশালী হয় সেজন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন।

মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে রাজপ্রাসাদের পক্ষ থেকে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়। গত শনিবারের সাধারণ নির্বাচনে কোনও দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নজিরবিহীন ঝুলন্ত পার্লামেন্টে তৈরি হলে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ অবস্থায় রাজার হস্তক্ষেপে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান আনোয়ার ইব্রাহিম। তবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও মালয়েশিয়ায় সরকার গঠন ঘিরে অনিশ্চয়তা কাটেনি। ইব্রাহিম সরকারকে আগামী ১৯ ডিসেম্বর পার্লামেন্টের আস্থা ভোটে জয়লাভ করে ক্ষমতায় টিকে থাকতে হবে।#

342/